Thursday, April 2, 2020

Dariye Acho Tumi Amar(Robindranath Tagore)

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে।

https://robirag.blogspot.com

 

দাঁড়িয়ে আছ তুমি আমার
গানের ওপারে।
আমার সুরগুলি পায় চরণ, আমি
পাই নে তোমারে।

বাতাস বহে মরি মরি
আর বেঁধে রেখো না তরী,
এসো এসো পার হয়ে মোর
হৃদয়-মাঝারে।

তোমার সাথে গানের খেলা
দূরের খেলা যে,
বেদনাতে বাঁশি বাজায়
সকল বেলা যে।
কবে নিয়ে আমার বাঁশি
বাজাবে গো আপনি আসি,
আনন্দময় নীরব রাতের
নিবিড় আঁধারে।

Musical composition and background history of the song: 

Parjaay: Puja (19)
Upa-parjaay: Gaan
Taal: Tritaal
Raag: Iman
Written on: 1914 (28 Phalgun 1320)
Place: Shantiniketan
Collection: Geetimalya
Swarabitan: 40
Notation by: Indira Debi Chowdhurani / Dinendranath Tagore

©Copyright-Robindra Sangeet
https://robirag.blogspot.com