Saturday, April 4, 2020

Kon Khela Je Khelbo Kakhon(Robindranath Tagore)


কোন খেলা যে খেলব কখন, ভাবি বসে সেই কথাটাই॥

 
https://robirag.blogspot.com

কোন খেলা যে খেলব কখন,
ভাবি বসে সেই কথাটাই ॥
তোমার আপন খেলার সাথি করো,
তা হলে আর ভাবনা তো নাই ॥

শিশির-ভেজা সকালবেলা আজ কি তোমার ছুটির খেলা,
বর্ষণহীন মেঘের মেলা তার সনে মোর মনকে ভাসাই ॥

তোমার নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী,
ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি।।
সে দিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে,
অকাতরে পরানটাকে প্রলয়দোলায় দোলাতে চাই ॥

Musical composition and background history of the song:

প্রজ্ঞায়: পূজা(৫৮৯);
তাল: দাদরা;
রাগঃ খামবাজ-বাউল;
রচনাকাল: 1922(22/08/1922) ০৫ ভাদ্র ১৩২৯);
স্থান: শান্তিনিকেতন;
প্রকাশিত: বিজলি পত্রিকা;
প্রবাসী স্বরবিতান:৬৪;
স্বরলিপি: সুভাষ চৌধুরী।


©Copyright-Robindra Sangeet