হে সখা, মম হৃদয়ে রহো॥
সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥
নাথ, তুমি এসো ধীরে সুখ-দুখ-হাসি-নয়ননীরে,
লহো আমার জীবন ঘিরে।।
সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো ॥
English Translation:
O sister, stay in my heart.
In all things in the world, meditate on meditation.
Nath, you come slowly to happiness, sorrow and laughter,
Blood still surrounds my life.
In all things in the world, meditate on meditation.
Musical composition and background history of the song:
রাগ: ছায়ানট;
তাল: একতাল;
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩০৭;
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901;
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
©Copyright-Robindra Sangeet
No comments:
Post a Comment