তোমার হল শুরু আমার হল সারা।।
তোমার হল শুরু,
আমার হল সারা।
তোমায় আমায় মিলে
এমনি বহে ধারা ॥
তোমার জ্বলে বাতি
তোমার ঘরে সাথি,
আমার তরে রাতি,
আমার তরে তারা ॥
তোমার আছে ডাঙা,
আমার আছে জল
তোমার বসে থাকা,
আমার চলাচল ॥
তোমার হাতে রয়,
আমার হাতে ক্ষয়
তোমার মনে ভয়,
আমার ভয় হারা ॥
Musical composition and background history of the song:
Parjaay: Bichitro (58)Taal: Tritaal
Written on: 1916 (27 Chaitra 1322)
Swarabitan: 16 (Geetapanchashika)
Notation by: Dinendranath Tagore
©Copyright-Robindra Sangeet