Sunday, April 5, 2020

Mor Bhabonare Ki Haway Matalo(Robindranth Tagore)

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

https://robirag.blogspot.com

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো,
দোলে মন দোলে অকারণ হরষে॥
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে॥
তাহারে দেখি না যে দেখি না,
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়,
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা,
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলো কেশ আকাশে॥
সে যে মন মোর দিল আকুলি
জল-ভেজা কেতকীর দূর সুবাসে॥



Musical composition and background history of the song:


প্রজ্ঞায় : প্রকৃতী (১২৩);
উপ-প্রজ্ঞায়: বোরশ(৯৮);
তাল: ত্রিতাল;
রাগ: গৌর-মালহার;
রচনাকাল: 1939 (29/8/1938);
স্থান: শান্তিনিকেতন স্বরবিতান:৫৮;
স্বরলিপি: শৈলজরঞ্জন মজুমদার।




©Copyright-Robindra Sangeet


©Copyright-Robindra Sangeet