চাঁদের হাসির বাঁধ
ভেঙেছে
উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা তোমার
গন্ধসুধা ঢালো।।
ভেঙেছে
উছলে পড়ে আলো।
ও রজনীগন্ধা তোমার
গন্ধসুধা ঢালো।।
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে।।
ফুলের বনে যার পাশে যায়
তারেই লাগে ভালো।।
নীল গগণের ললাটখানি
চন্দনে আজ মাখা।।
বাণীবনের হংসমিথুন
মেলেছে আজ পাখা।।
পারিজাতের কেশর নিয়ে
ধরায় শশী ছড়াও কী এ
ইন্দ্রপুরীর কোন রমণী
বাসরপ্রদীপ জ্বালো।।
চন্দনে আজ মাখা।।
বাণীবনের হংসমিথুন
মেলেছে আজ পাখা।।
পারিজাতের কেশর নিয়ে
ধরায় শশী ছড়াও কী এ
ইন্দ্রপুরীর কোন রমণী
বাসরপ্রদীপ জ্বালো।।
Musical composition and history of the song:
Parjaay: Prem (94)
Upa-parjaay: Prem-Boichitra
Taal: Dadra
Raag: Pilu
Written on: 1929
Swarabitan: 1
Notation by: Dinendranath Tagore / Anadikumar Dastidar
Upa-parjaay: Prem-Boichitra
Taal: Dadra
Raag: Pilu
Written on: 1929
Swarabitan: 1
Notation by: Dinendranath Tagore / Anadikumar Dastidar
©Copyright-Robindra Sangeet